Logo
Logo
×

শেষ পাতা

পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী মামুন বাহিনীর তাণ্ডব

৫ কোটি টাকা চাঁদা চেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৫ কোটি টাকা চাঁদা চেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে এ কে বিল্ডার্স নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলি করেছে শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন ওরফে ধ-ব্লক মামুন বাহিনীর সদস্যরা। শুক্রবার বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ হামলা চালায় তারা। এতে শরিফুল ইসলাম খান নামে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের একজন স্টাফ গুলিবিদ্ধ হন। তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ও গুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, গুলিবিদ্ধ ও আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে মামলা দায়ের করবেন। রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে যখন সারাদেশে নিন্দার ঝড় বইছে, সে সময়ে পল্লবীর ঘটনা নতুন করে ভীতিকর অবস্থা তৈরি করেছে। এ ছাড়া শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীরা এক চাকরিজীবী যুবককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে সর্বস্ব নিয়ে যায়। এমনকি দুর্বৃত্তরা ওই যুবকের শার্ট, প্যান্ট ও জুতাও খুলে নিয়ে যায়। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ আছেন উদ্বেগের মধ্যে।

এদিকে, পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে হামলা ও গুলির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর পুলিশ তৎপর হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও শুক্রবার রাতেই শীর্ষ সন্ত্রাসী মামুনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ বিষয়ে মিরপুর বিভাগের এডিসি (পল্লবী জোন) সালেহ মুহাম্মদ জাকারিয়া শনিবার যুগান্তরকে বলেন, শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান বাহিনীর সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। ওই প্রতিষ্ঠান চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা গুলি করে।

জানা যায়, তিন সপ্তাহ আগে এ কে বিল্ডার্স নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে ৫ কোটি টাকা দাবি করে শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন ওরফে ধ-ব্লক মামুন বাহিনীর সদস্যরা। এ জন্য সময় বেঁধে দেয় তারা। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সিসি ক্যামেরাসহ অফিসের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। এতে ক্ষুব্ধ হয় ধ-ব্লক মামুন বাহিনী। শুক্রবার বিকালে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে। এ সময় ৫ রাউন্ড গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম খান আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম