Logo
Logo
×

শেষ পাতা

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, বরগুনা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুনে ব্যালট বাক্স, কম্পিউটার, ফাইলপত্রসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে জেলা নির্বাচন অফিস। দায়িত্বরত নৈশপ্রহরী সকালে পতাকা টানিয়ে চলে যান। এরপর অফিসের একজন পরিচ্ছন্নতাকর্মী এসে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে রুমে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, কিছু কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়।

নৈশপ্রহরী মো. সাকিল হাওলাদার বলেন, সকাল ৭টার দিকে আমি পতাকা টানানোর জন্য ছাদে যাই। একটু পরে ক্লিনার কাজল এলে নিচে নেমে গেট খুলে দিই। কাজল হিসাব শাখার একটি কক্ষে ধোঁয়া দেখে আমাকেসহ তৃতীয়তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। পরে পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আমরা আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি বলেন, শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল। পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, কক্ষটিতে পুরোনো কিছু ব্যালট বাক্স, পুরোনো ভোটার তালিকা, একটি ডেক্সটপ কম্পিউটার, স্ক্যানার একটি ফ্রিজসহ অফিশিয়াল কিছু ফাইলপত্র ছিল। অফিসের নৈশপ্রহরী সাকিল ওই কক্ষে অবস্থান করতেন। আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী ও বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম