Logo
Logo
×

শেষ পাতা

বদলির আদেশ ছিঁড়ে ফেলা

এনবিআরের ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনবিআরের ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আয়কর ও কাস্টমস বিভাগে কর্মরত ১৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে এদের সবাই সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

আয়কর ক্যাডারের বরখাস্তকৃতরা হলেন কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল-২ ঢাকার বিভাগীয় প্রতিনিধি যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কমিশনার মুরাদ আহমেদ, কর অঞ্চল কুষ্টিয়ার যুগ্ম কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, কর অঞ্চল নোয়াখালীর যুগ্ম কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কর অঞ্চল কক্সবাজারের যুগ্ম কমিশনার আশরাফুল আলম প্রধান, কর অঞ্চল খুলনার উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, কর অঞ্চল রংপুরের উপ-কর কমিশনার নুসরাত জাহান শমী, কর অঞ্চল কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল এবং কর অঞ্চল-১০ নিরাপত্তা প্রহরী সেলিম মিয়া। এর মধ্যে মির্জা আশিক রানা, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, মোনালিসা শাহরীন সুস্মিতা ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।

অন্যদিকে কাস্টমস ক্যাডারের বরখাস্তকৃতরা হলেন ভ্যাট গোয়েন্দার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সিফাত-ই-মরিয়ম, এনবিআরের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল, খুলনা ভ্যাটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর এবং ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া।

পৃথক আদেশে বলা হয়েছে, গত ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালে তারা বিধিমোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে আয়করের একজন ও কাস্টমসের দুই সদস্য এবং আয়কর ও কাস্টমসের দুজন কমিশনারসহ মোট ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

প্রসঙ্গত, গত ২২ জুন ৬ আয়কর কর্মকর্তার বদলির আদেশ জারি করে এনবিআর। এরপর ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে দুটি বদলির আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআরের নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে জানায়, ইতোমধ্যে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বাইরে থাকা আন্দোলনসংশ্লিষ্ট অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম ও গতিবিধি নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখনো কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার গোপন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সূত্রটি আরও জানায়, পরবর্তী ধাপে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম