Logo
Logo
×

শেষ পাতা

এনবিআর শাটডাউনে ক্ষতি নিরূপণে কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনবিআর শাটডাউনে ক্ষতি নিরূপণে কমিটি

ফাইল ছবি

আয়কর ও কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে কী পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে ৯ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। অন্যদিকে আন্দোলন চলাকালে বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৭ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আন্তঃমন্ত্রণালয় কমিটির আহ্বায়ক করা হয়েছে আইআরডির যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে। কমিটির অন্যরা হলেন অর্থ বিভাগের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি, বিজিএমইএ এবং এফবিসিসিআই-এর প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন আইআরডির প্রশাসন-১ শাখার উপসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ থাকার কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে। এছাড়া দুই মাসব্যাপী কর্মসূচির ফলে দেশের সব ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ, বন্ড কমিশনারেট ও কর অঞ্চলের রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে। একই সঙ্গে ২ মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে কাস্টমস ও বন্দরগুলোয় শুল্কায়ন কার্যক্রম এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে কী পরিমাণ ক্ষয়ক্ষতিসহ অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে।

আরও ৭ কর্মচারী বরখাস্ত : আন্দোলন চলাকালে বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৭ কর্মচারীকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারা হলেন-কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান হোসেন, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পশ্চিম ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী, ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের সিপাহি সালেক খান এবং কর অঞ্চল-১৪-এর প্রধান সহকারী (নাজির) বিএম সবুজ।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার একই কারণে আয়কর ও কাস্টমস বিভাগের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে আইআরডি।

উপকমিশনার বরখাস্ত : রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় কাস্টমসের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইআরডি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম