গোপালগঞ্জে হামলা
দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ সড়ক অবরোধ
হামলাকারী আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে সারা দেশ। এ সময় তারা হামলাকারী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে এ কর্মসূচি। এতে বিভিন্ন স্থানে সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
রাজধানীতে শাহবাগ, উত্তরা, যাত্রাবাড়ী ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। এছাড়া গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, যশোর, টাঙ্গাইল, বাগেরহাট, ফরিদপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : বিকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আওয়ামী দোসররা আবারও সন্ত্রাসের পথে ফিরে যাচ্ছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৮ নম্বর সেক্টরের আজমপুর ও হাউজ বিল্ডিং মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক প্রতিবাদকারী। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেছে এনসিপি ও সমমনা দলগুলো। তারা গোপালগঞ্জে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন। বাড্ডা-রামপুরা সড়কের রামপুরা ব্রিজে অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম : নগরীর ২ নম্বর গেট মোড়ে বিক্ষোভ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। এতে নগরীর ব্যস্ততম এই এলাকায় যানজট সৃষ্টি হয়। অফিস থেকে বাসায় ফিরে যাওয়া লোকজন সীমাহীন ভোগান্তিতে পড়েন।
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
রাজশাহী : সন্ধ্যায় মহানগরীর আলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন প্রতিবাদকারীরা। সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়।
মানিকগঞ্জ : বিকালে সদর উপজেলার জাগীর এলাকায় মহাসড়ক অবরোধ করেন কয়েকশ নেতাকর্মী। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বরিশাল : বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। প্রায় একই সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
যশোর : বিকাল ৫টায় শহরতলীর চাঁচড়া মোড় অবরোধ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রায় পৌনে ১ ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তারা। এতে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের এই সংযোগস্থলে তীব্র যানজট সৃষ্টি হয়।
ফরিদপুর : ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া : শহরের লোকনাথ দিঘিরপাড় থেকে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কাউতলী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করেন তারা।
শরীয়তপুর : সন্ধ্যায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে চৌমুহনা চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখান থেকে আবার প্রেস ক্লাব চত্বরে গিয়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।
সুনামগঞ্জ : শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
বাগেরহাট : শহরের দশানি ট্রাফিক মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন প্রতিবাদকারীরা।
ফরিদপুর : ঢাকা-ভাঙ্গা-খুলনা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
ইবি : বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্রদল ও ছাত্রশিবিরের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
দিনাজপুর : সন্ধ্যা ৬টায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান নেন বিপ্লবী ছাত্র-জনতা। প্রথমে তারা ব্লকেড কর্মসূচি শুরু করলেও পরে কেন্দ্রীয় নির্দেশে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ভোলা : রাতে জেলা এনসিপি শহরে মশাল মিছিল করেছে। ভোলা প্রেস ক্লাব চত্বর থেকে মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল : শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগরজালফৈ এলাকা অবরোধ করেন।
নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবরোধ করে নারায়ণগঞ্জ এনসিপি। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। তবে ২০ মিনিট পর সড়কের গাড়ি ছেড়ে দিয়ে তারা একপাশে অবস্থান নেন।
টঙ্গী (গাজীপুর) : সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় বিক্ষোভ করেন শতাধিক নেতাকর্মী।
টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর শহরের লেকেরপাড়ে বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
লৌহজং (মুন্সীগঞ্জ) : পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে বিকাল ৫টা থেকে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে সড়কে সৃষ্টি হয় যানজট।
