জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ অক্টোবর
কারাগারে কণ্ঠ পরীক্ষার অভিযোগ ইনুর, চিফ প্রসিকিউটর বললেন অনুমতি ছিল * টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখানো হলো
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। ১৫ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এর মধ্যে রোববার ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বলেন, অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস রেকর্ড করেছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এ অভিযোগ নাকচ করেন চিফ প্রসিকিউর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যে কোনো আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন। এর অনুমতি রয়েছে।
রোববার এ মামলায় ট্রাইব্যুনালে ১৬ আসামিকে হাজির করা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অপর আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খান অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় চাইলে ট্রাইব্যুনাল ১৫ অক্টোবর ঠিক করে দেন। পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশন তিন মাসের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। ১৫ অক্টোবর এ প্রতিবেদন জমা দেওয়ার দিন রেখেছেন।
কারাগারে কণ্ঠ পরীক্ষার অভিযোগ ইনুর, চিফ প্রসিকিউটর বললেন অনুমতি ছিল : শুনানির সময় আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আসামির ডকে দাঁড়িয়ে বলেন, অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস রেকর্ড করেছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এ অভিযোগ নাকচ করে চিফ প্রসিকিউর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যে কোনো আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন। চিফ প্রসিকিউটরের আদেশ দেখিয়ে বলেন, ট্রাইব্যুনালের আদেশ নিয়েই ইনুর কণ্ঠ পরীক্ষা করা হয়েছে। এ সময় হাসানুল হক ইনু বলেন, কণ্ঠ পরীক্ষা করার সময় আমাকে ট্রাইব্যুনালের আদেশ দেখানো হয়নি। চিফ প্রসিকিউটর বলেন, আসামি নিজে কেন বারবার কথা বলে বিচার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। তিনি তো আইনজীবীর মাধ্যমে তার কথা আদালতে বলতে পারেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির, প্রয়োজনে আসামিদের আত্মীয়-স্বজনেরও কথা শুনব।
টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখানো হলো : এদিন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বদিকে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, একরামুল ফোনে কথা বলা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই মামলায় আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। গত বছরের ২০ আগস্ট তাকে গ্রেফতার করে র্যাব।
আতিকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসে শেষ করতে নির্দেশ : রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ আসামির বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। এ মামলায় তদন্তের জন্য আরও দুই মাস সময় চান তিনি। পরে আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এদিন সকালে এ মামলায় ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আতিক ছাড়া অন্যরা হলেন পুলিশের সাবেক এসি জাবেদ ইকবাল, উত্তরা থানার ওসি মজিবুর রহমান, কনস্টেবল হোসেন আলী, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
জিয়াউল আহসানসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ৫ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ : অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আটজন সরকারি সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ ৫ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যরা হলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, মিরপুরের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এবং ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
