উত্তরায় বিমান বিধ্বস্ত
দেশব্যাপী শোক পালিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার দেশব্যাপী পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সর্বশেষ খবর অনুসারে ৩১ জন নিহত এবং আহত হয়ে ৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। বিমান দুর্ঘটনার পর সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পড়ার ফলে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পূর্বনির্ধারিত বেশকিছু মিটিং ও সভা বাতিল করা হয়েছে। বিশেষ করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কর্মকর্তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ যুগান্তরকে বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি কী ঘটেছে। তবে পরে আর এ সংক্রান্ত খবর দেখতে পারিনি। কারণ, আমি ট্রমাটাইজ হয়ে গেছি, আমার স্ত্রী বিমান বিধ্বস্ত হওয়ার খবর দেখে অসুস্থ হয়ে পড়েছে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। নিহতদের রুহের মাগফিরাত এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন দেশের সর্বোচ্চ আদালতের : যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এজলাসে দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অপর ছয় বিচারপতি। উপস্থিত আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করা এবং বেলা দুইটা থেকে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
