Logo
Logo
×

চিঠিপত্র

অপরিকল্পিত শহরে ভূমিকম্পের ঝুঁকি

Icon

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের দেশে শহরগুলো যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে পরিকল্পনার চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে দ্রুত উন্নয়নের ওপর। ফলে তৈরি হচ্ছে অপরিকল্পিত শহর, যেখানে বিল্ডিং কোড মানা হয় না, রাস্তা সরু, নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে যদি বড় ভূমিকম্প হয়, তাহলে বিপর্যয় কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করাও কঠিন। বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর। প্রতিটি শহরে লোকসংখ্যা বাড়ছে, ফলে তা আরও অপরিকল্পিত হয়ে উঠছে। রাস্তার পাশে নির্মাণ করা হচ্ছে একের পর এক বহুতল ভবন। অপরিকল্পিত শহর হলো সেই শহর যেখানে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ভবন তৈরি হয়, রাস্তা বানানো হয় এবং মানুষ বসবাস করে।

অপরিকল্পিত শহরে ভূমিকম্পের ঝুঁকি একটি ভয়ংকর বাস্তবতা। আমরা প্রতিদিন এই ঝুঁকি নিয়ে চলছি। সরকার, সিটি করপোরেশন, ভবন মালিক এবং সাধারণ মানুষ-সবাইকে এ ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিকল্পিত শহর গড়ে তুলতে হবে, বিল্ডিং কোড মানতে হবে এবং জরুরি অবস্থায় কী করতে হবে, তা সবাইকে জানতে হবে। এখনই সচেতন পদক্ষেপ নিলে আগামী প্রজন্ম একটি নিরাপদ ও টেকসই শহর পাবে।

তামান্না ইসলাম, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম