Logo
Logo
×

চিঠিপত্র

চামড়াশিল্পকে বাঁচাতে হবে

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের অর্থনীতিতে সম্ভাবনাময় বড় খাতের একটি চামড়াশিল্প। বর্তমানে চামড়াজাত পণ্যের চাহিদা দেশে এবং দেশের বাইরে ব্যাপক। চামড়াজাত পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। কিন্তু এজন্য শিল্পটিকে হতে হবে পরিবেশবান্ধব। একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আয়ের খাতগুলোর যেমন যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করতে হয়, তেমনি সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নেও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দুঃখজনক হলেও সত্য, বিপুল সম্ভাবনা থাকার পরও এ খাতের বিকাশ সঠিকভাবে হচ্ছে না। সবচেয়ে বিস্ময়কর হলো আমাদের চামড়ার বাজার। প্রতিবছর কুরবানির ঈদে চামড়ার দাম কমে যাওয়া একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর একটি কারণ হচ্ছে, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। এছাড়া ট্যানারিগুলো স্থানান্তর, অর্থ সংকটের মতো বড় সমস্যার কারণেও এ শিল্পে ধস নামছে বলে বিশেষজ্ঞদের ধারণা। যার অন্যতম উদাহরণ গত কয়েক অর্থবছরে বাংলাদেশের চামড়াশিল্পে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া। নতুন বাংলাদেশে আমরা নানা সাফল্য পাচ্ছি, অনেক কিছু ঢেলে সাজানো হচ্ছে। আমার বিশ্বাস, চামড়াশিল্পকেও আমরা চাইলে বাঁচাতে পারব।

আজহার মাহমুদ, খুলশী, চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম