|
ফলো করুন |
|
|---|---|
উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও জয়পুরহাট জেলার মানুষ প্রতিদিন রেলপথে দেশের নানা প্রান্তে যাতায়াত করে থাকেন। এসব জেলার অধিকাংশই সান্তাহার জংশনের সঙ্গে রেলপথে যুক্ত হলেও দুঃখজনকভাবে সান্তাহার থেকে খুলনাগামী কোনো সরাসরি আন্তঃনগর ট্রেন নেই। ফলে যাত্রীদের খুলনায় যেতে হলে সান্তাহারে এসে ট্রেন পরিবর্তন করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টকর একটি প্রক্রিয়া। এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি বড় দুর্ভোগের কারণ। খুলনায় যাতায়াতে প্রতিবার ট্রেন পরিবর্তনের কারণে সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি অবাঞ্ছিত ভোগান্তি পোহাতে হয়। দিনাজপুর অঞ্চল দিয়ে রূপসা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস খুলনায় চলাচল করলেও রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা নীলফামারী থেকে এসব ট্রেনে সরাসরি ওঠার সুযোগ নেই। কেউ যদি সান্তাহারে এসে ওই ট্রেন ধরতেও চায়, তাহলে সময় মেলানো বেশ কঠিন হয়ে পড়ে। উপরন্তু টিকিট পাওয়াও হয় দুষ্কর। এ পরিস্থিতির দ্রুত সমাধানে রংপুর বা কুড়িগ্রাম অঞ্চল থেকে খুলনাগামী একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা অত্যন্ত জরুরি। বিকল্পভাবে সময়সূচি ও রুট পুনর্বিন্যাস করে এমন ব্যবস্থা নেওয়া যেতে পারে, যাতে এ অঞ্চলের মানুষ কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি খুলনায় পৌঁছাতে পারেন।
মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
