Logo
Logo
×

চিঠিপত্র

আগে নিজেকে শুধরাতে হবে

Icon

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমাজ বা দেশের ইতিবাচক পরিবর্তন চাইলে সেই পরিবর্তনের সূচনা নিজেকে দিয়েই করতে হবে। ব্যক্তির নিজের জায়গা থেকে পরিবর্তনই পারে দেশকে শুধরে দিতে। যদি প্রত্যেক ব্যক্তি নিজেকে সৎ, দায়িত্ববান, সচেতন ও ইতিবাচকভাবে পরিবর্তন করে, তাহলে সম্মিলিতভাবে একটি বড় পরিবর্তন সমাজে এবং অবশেষে দেশে ঘটে। কারণ দেশ মানেই তো জনগণের সমষ্টি। দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে সবাই আমরা নিয়মকানুন জানি। কিন্তু কজনই বা সেসব মেনে চলি! চকলেট, চুইংগাম, বিস্কুটের প্যাকেট, কলার খোসা, পানির বোতল আমরা হরহামেশাই যেখানে-সেখানে ফেলি। কিন্তু রাস্তার ময়লা ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যার জন্য আবার স্থানীয় সরকারের ওপর দোষারোপ করি। রাস্তায় ময়লা স্তূপ করে রাখি। যে কোনো জায়গায় বিশৃঙ্খলা তৈরিতে আমরা পটু। আমরা শুধু উপদেশ দিতে পছন্দ করি। কিন্তু উপদেশগুলো নিজেরা মানতে অপরাগ। দেশকে উন্নত করতে হলে নিয়মগুলো মানার কথা যেমন অন্যকে বলতে হবে, ঠিক তেমনি নিজেও আন্তরিকতার সঙ্গে নিয়মগুলো মানতে হবে।

লিমন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম