|
ফলো করুন |
|
|---|---|
খুব করে মৃত্যু চেয়েছিলাম
বাস্তু তত্ত্বের বুনো জন্তু জানোয়ারের মতোন
শুধু টিকে থাকার লড়াইয়ে আমি ক্লান্ত
শেষ রাতের ক্ষয়ে যাওয়া আবছা চাঁদ যেন...
মৃত্যদূত হয়তো আমাকে শুনতে পেয়েছিল,
বুঝতে পেরেছিল অস্ফুট মনোবেদনা।
কড়া নাড়ল দরজায়- জানান দিল তার অস্তিত্ব।
বুকের ভেতরে এন্টারটিকার বরফ চাই
গলতে শুরু করল। আমার ভয় হলো
এই সুন্দর পৃথিবীকে না দেখতে পাওয়ার ভয়।
চোখের ভেতরের নিকষ কালো দিনরাত্রির ভয়।
আমি বাঁচতে চাই
আমার অনেক কাজ বাকি
আমার সময় চাই, অনেক সময়
চেঁচিয়ে বললাম,
হে যমদূত তুমি ফিরে যাও, ফিরে যাও।
