থাকুক চুম্বনে উদ্গ্রীব মানুষ
আসাদ উল্লাহ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাটি খসে পড়ছে, খানাখন্দে গড়িয়ে পড়ছে মানুষ
ফুটপাত থেকে ভেসে আসছে ক্ষুধার্ত শিশুর চিৎকার।
এ আর এমন কী! লুটপাট, রক্তপাত, পথে লাশ-স্বাভাবিক সব
রাজা আসে রাজা যায়, পিঠাওয়ালীর নীল দীর্ঘশ্বাসে
শূন্যতার আগুন, পুড়ছেই পিঠার সাথে দীর্ঘ পথ।
ডাকবাক্সগুলো ভেঙে পড়ছে-ধূলির নিচে তলিয়ে যাচ্ছে
আমাদের আসে না কোনো চিঠি, গালের লাজুক টোল-হলুদ খাম
আসে না উত্তরবঙ্গের খবর-রংপুর, দিনাজপুর, পঞ্চগড়
কেমন ভাসছে হেমন্তের শিশির ধোয়া হিম হাওয়ায়,
কে জানে কেমন আছে ওপাড়ার মানুষ, থরথর কাঁপছে কিনা
কে জানে সূর্যাস্তের আগে তারা ঘরে ফিরে কিনা।
কতোদিন কারো কোনো খবর নেই, গোলাপ ফোটেনি কোথাও?
তবে কি বেদনাই মৌলিক, বিরহ কিংবা বিচ্ছিন্নতা শেষ কথা?
কোথাও কোনো মানবিক বিপর্যয় না থাকুক,
প্রেম থাকুক ফুটপাতে, ফেরিঘাটে, প্ল্যাটফর্মে-সবখানে
মেহেদি পরা হাতের মতো ছড়িয়ে থাকুক মানুষ,
ছড়ানো খোঁপার মতো ছড়িয়ে থাকুক চুম্বনে উদগ্রীব ঠোঁট
কোকিলের উতল কণ্ঠের ডাকাডাকির মতো থাকুক।
