Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

পিপাসার্ত চোখ

Icon

হুসাইন আলমগীর

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভীষণ যুদ্ধের পর-ধ্বংসস্তূপ ঠেলে

রক্তের কুণ্ডলী ভেদ করে ফোটে হাসি

অসংখ্য মানুষ পাখি হয়ে উড়ে গেলে

বিধবা বধূরা হয় শাদা বক-দাসী...

উবু হয়ে পড়ে থাকে ঘটি-বাটি হাঁড়ি

পড়ে থাকে মানুষের পিপাসার্ত চোখ

ফিরে আসা বধূ খোঁজে পরনের শাড়ি

আড়ি পেতে থাকে সব মরার অসুখ...

এভাবে মানুষ জীবনের দামে কেনে

নতুন জীবন। শেষ থেকে শুরু করে

বাঁচার লড়াই। ভাঙাচোরা হাড় ছেনে

চিত করে হাঁড়ি তার উনুনের ‘পরে...

তবুও এ দেশ যদি আমাদের হয়

চোখ বুজে মেনে নেব, এটাই বিজয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম