Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

স্বাধীনতা

Icon

জাহাঙ্গীর ফিরোজ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কষ্টের দেহে আনন্দ বেড়ে ওঠে

ও তোরা ফিরেছিস কোন পথে

অঙ্গার জ্বলে জ্বলে শেষ হয়নি এখনো

ছাইয়ের নিচেই ঘুমঘোরে

স্বপ্ন দেখে লেলিহান শিখা:

নিশানটি আকাশে উড্ডীন।

ক্রন্দনরত সময়ের কোলে বসে আছে

যাপিত জীবনের আহত ঈগল।

নীলাকাশ ডাকে আয় আয়

শূন্যতায় ঝাঁপ দিতে পাখা মেলে স্বর্ণ ঈগল

তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে

ইনকিলাব জিন্দাবাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম