|
ফলো করুন |
|
|---|---|
কষ্টের দেহে আনন্দ বেড়ে ওঠে
ও তোরা ফিরেছিস কোন পথে
অঙ্গার জ্বলে জ্বলে শেষ হয়নি এখনো
ছাইয়ের নিচেই ঘুমঘোরে
স্বপ্ন দেখে লেলিহান শিখা:
নিশানটি আকাশে উড্ডীন।
ক্রন্দনরত সময়ের কোলে বসে আছে
যাপিত জীবনের আহত ঈগল।
নীলাকাশ ডাকে আয় আয়
শূন্যতায় ঝাঁপ দিতে পাখা মেলে স্বর্ণ ঈগল
তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে
ইনকিলাব জিন্দাবাদ।
