|
ফলো করুন |
|
|---|---|
কাঁধে আমার মেঘের ছায়া, ভীষণ ভারী,
ক্লান্ত এখন, হাঁটছি তবু তাড়াতাড়ি,
পথে-ঘাটে, বন-বাদাড়ে কষ্টে খুঁজি,
তাকে আমি কোথায় পাব? দু চোখ বুজি!
হুবহু এক মুখোশে মুখ ঢেকেছো কী?
অচেনা নয়, নিজেকে আজ বুঝতে পারি দুঃখভোগী,
সেই দীর্ঘদিন
ধ্যানে বিলীন
বসেছিলাম নদীর পাড়ে, অবশেষে ঘুম ভেঙেছি,
নেই কোনো আর আড়ষ্টতা, স্বপ্নে আমি রং মেখেছি,
পার করি তাই দুঃসহ এক পাথর সময়,
চলছে লড়াই, সামনে আমার কঠিন বিজয়।
ফিরব কেন? পিছটান, জি না,
পাল্টে নিচ্ছি সব কিছু আজ, ভাঙছি তবু মচকাচ্ছি না!
