Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

তুমি

Icon

অসীম আচার্য্য

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তুমি

তুমি যখন সমুদ্রের গায়ে হেলান দিয়ে দাঁড়াও

আঁচলের সব ধুলো ভাসতে থাকে জলে

জলেই জাগে মৈথুন, ফুটে ওঠে রজনীগন্ধা।

তুমি যখন পাহাড়ের ওপর উপবিষ্ট হও

পাথরের ঢেউ সময়ের হাতে সমর্পিত হয়, বৃক্ষ শিখে যায় সূচিকর্ম

উপত্যকা বেয়ে নেমে আসে ঝর্ণার শরীর।

সমুদ্র কিংবা পাহাড়ের এইসব স্পর্শকাতর সুখ

বেদনার মতো ধরে রেখেছি আদিব্যাধি

একদিন তোমার দেহের লাবণ্য ছুঁবে একাধিক চাঁদ

কবিতার ভিটেবাড়ি আলোকিত হবে।

জন্ম-২৭ ডিসেম্বর, ১৯৮৪। বেড়ে ওঠা ও স্থায়ী বসবাস ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। পিতা : স্বর্গীয় অঞ্জন আচার্য্য , মাতা : বীনা আচার্য্য, পেশা : প্রভাষক। প্রকাশিত কাব্যগ্রন্থ-ঢেউয়ের ভিতর আমাদের প্রণয়, শব্দপাঠ কিংবা সমুদ্র আবাহন, চোখে তার দাঁড়কাক বেঁধেছে বাসা।

কবিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম