|
ফলো করুন |
|
|---|---|
আট টুকরো আপেলের মাংস থেকে আমার চুমোর দাগ প্রতিহত করো?
অথবা একখণ্ড যন্ত্রণা অনুবাদ করে তোমার হাত দুটো ধুয়ে নাও-
নিচে যে টুকু জল মিশে যাচ্ছে মাটিতে
মনে রেখো, ঝরে পড়া অথবা গড়িয়ে পড়ার মাঝখানটা
যা মধ্যস্থ বা তৃতীয় রূপ!
অংকটা তাহলে একরকম দাঁড়াতে পারে
প্রথম রূপ আমি, দ্বিতীয় রূপ অন্য কেউ
তৃতীয় রূপ যা তুমি দু’হাতে ভুল করে স্পর্শ করে রেখে যাচ্ছো-পৃথিবীর ইস্কুলে!
জন্ম : ১৯৮৪। প্রকাশিত কবিতার বই- ‘ধুলো পাথরে জলঘ্রাণ’। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
