|
ফলো করুন |
|
|---|---|
একুশ.
এবং তুষার ইউনিফর্মের সঙ্গে ফেরেশতারা হাঁটে
জোরেশোরে হাঁটে, তুমুল চলমান
থামল না, হনহন শব্দ তুলে চলল
এখন ভীত-সন্ত্রস্ত আমার মন
থরথর কাঁপে দেহ-আর-মন
দেহ থেকে আত্মা বিশাল দূরত্ব পেয়েছে
ওইখানে ঠাকুরমার সঙ্গে ঘুমাচ্ছিলাম
চিৎকার চেঁচামেচি করে ঠাকুরমা বলল
কে ওখানে? কেনই বা এলে!
ট্রেন দূরে, গন্তব্য হাজির
ট্রেন কোথায়? দূরে-মহাদূরে-সন্নিকটে
এবং মৃত্যুর প্রতিধ্বনি! কেমন আছি এবং প্রতিধ্বনি।
বাইশ.
আমি বীরত্বের বিরোধিতা করি
বীরত্ব শব্দটিই সাহসিকতা
আমার নেই, অনেকেই দম্ভিকতা করে
আমি বীরত্ব ও ভিরুতায় নিজেকে অদলবদল করি
আমার পায়ে গজ দেয়া
আর শিবস্ত্রান সোনার
আমি শ্রমিক, শ্রম দিতে ভালোবাসি
শ্রম একটি মন্ত্র, অলসতা একটি সুর
আমার জীবন মন্ত্রে বাজে সুর সুমধুর।
