সমাহার
প্রত্যুষ কুমার চ্যাটার্জ্জী
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্ঝরিণী ছুটে চলে আঁকাবাঁকা পথে
কুল কুল শব্দ তোলে নুড়ি পাথরে।
নিরবধি বয়ে চলে নেই’কো থামাবার
দু-পাড়ে গড়ে তোলে বিপুল সমাহার।
আকাশটা তাকায় বড় চোখে সচ্ছল জলের বুকে
মাছগুলি সব সাঁতার কাটে বেঁচে থাকার সুখে।
দ্ইু কুলে বস্তি গড়ে মানুষের বসবাস
নির্ঝরিণী বুকে ভাসে অনেক মাছ।
ঋতু বদলের খেলা চলে নির্ঝরিণীর বুকে
বর্ষাকালে মেতে ওঠে নতুন সৃষ্টির আনন্দে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার (অব.)। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক- ঠাকুরগাঁও।
