Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

দেখি সে ফিরে আসে কি-না?

Icon

জাহিদ আককাজ

প্রকাশ: ১২ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তুমি চলে গেছো দূর-বহুদূরে

চলে যাওয়া পথের ধুলোই

মিলিয়ে গেছে তোমার পায়ের দুটো ছাপ।

আর আমার হৃদয় ক্যানভাসে রেখে গেছো

তোমার মিষ্টি অবয়ব।

ও দেবী ভেনাস, হয় তুমি মিলন দাও

না হয় আমাকে করো কোনো বয়সি বটের গুঁড়ি

নতুবা হিমছড়ির ঝরনা।

ও মদনদেব তোমার পুষ্প শর

আমাকে দাও, তাকে বিদ্ধ করি

দেখি সে ফিরে আসে কি-না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম