|
ফলো করুন |
|
|---|---|
দিবো পদ্মা সেতু পাড়ি
মন জুড়ানো পদ্মা সেতু
গাড়ি চলছে সারি সারি
আর হবে না দেরি
স্বল্প সময় পার হয়ে যাই
লাখো পুরুষ-নারী
দিবো পদ্মা সেতু পাড়ি
চোখ জুড়ানো রঙিন বাতি
পদ্মার নেই জুড়ি
দেখবো নানা তরী
সর্বনাশা পদ্মার বুকে
আর হবে না-আহাজারী
দেখবো রেলের গাড়ি
বাস ট্রাকের যানবাহন
চলবে ভারী লরি
দিবো পদ্মা সেতু পাড়ি
যাবো শেখ মুজিবের বাড়ি
শেখ হাসিনা হাল ধরেছে
সবাই সোনার বাংলা গড়ি
