Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ফিনিক্স পাখি

Icon

এম এ রহমান

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছায়াগুলো মায়া হয় মায়াগুলো অদৃশ্যের দড়ি

আলো ক্ষয়ে গেলে দড়ি ছিঁড়ে চলে আঁধারের ঘড়ি

একটা দুপুর হাঁটে মাথার উপর মৃত ভোর

পড়ন্ত বিকেলে দেখি অন্ধরাত খুলে আছে দোর!

দু’চোখ পাথর হলে ভিতরে জমাট অন্ধকার

নিরাশারা বলে এগিয়ে যাবার পথ নেই আর

স্বপ্নগুলো পুড়ে দেখি, পথ আছে-সুনসান ধুধু

একটা ফিনিক্স পাখি জেগে উঠে বারবার শুধু।

বারবার মরে যাই দাবানলে পুড়ে হই ছাই

ফিরে এসে তোমাদের তবু খুঁজে খুঁজে কাছে যাই

ভুলে থাকি, ভুলে যাই জীবন পালক খসে যায়

একদিন চলে যাব, অভিমান বুকে নিয়ে হায়!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম