|
ফলো করুন |
|
|---|---|
মাঝে মাঝে তোমায় আমি ভুল
বুঝি খুব, এ হৃদয়
তখন বোঝে,
তোমায় আমি
চিনি নিতো
অপরিচিত কেউ
আমায় ভেবে তুমি যদি
অন্যকে ভালোবাসো
সেদিন হবে শেষ দেখা
মরণ হবে যেন।
এই মনে শুধু তুমি
তোমাকে যে ভাবি
মনটাই সবটুকু যেন
ভালোবাসার ঘুড়ি।
ভালোবাসা এমন এক নদী
একূল ওকূল নাইরে কূল
ভেসে যায় তরী।
