Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

জ্যোতির্ময় সিরাজুল ইসলাম চৌধুরী

Icon

সুভাষ চন্দ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমরা পেয়েছি যাকে

দূর থেকে কাছে

কুয়াশাচ্ছন্ন বাংলাদেশে

যিনি রৌদ্র ঝলমলে উষার আকাশে

আদর্শ ও নৈতিকতার প্রাণবায়ু

প্রাণপ্রবাহের নীরব সংগ্রামের এক অধ্যায়

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যার নাম।

পৃথিবীর বিপুলায়তন

জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তিনি পরিচিত একজন

জ্ঞানে-গুণে, বোধ বুদ্ধিতে তিনি

যুক্তিবাদী আলোকিত মানুষ একজন।

যার কল্পনা মনীষার বিস্তার

গভীরতায় বিস্ময়কর।

সমাজের চারপাশে ক্ষতকে চিহ্নিত করে

তিনি উপশমের চেষ্টায় লিখে যাচ্ছেন বারবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম