Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

খনন-গভীর জোছনা

Icon

শারদুল সজল

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তুমি কী মনে করো চলে গিয়েছ?

চলে গেলেই কী চলে যাওয়া যায়

মানুষ কতদূর যেতে পারে, কত-দূর যায়-

যেতে যেতে নীরবে, কত কি ফেলে যায়-

তুমিও গিয়েছ ফেলে-

সতেজ ভোর, নখের র্স্পশ, স্মৃতি ও মায়া-

দেহ-নদী-ঢেউ আর শিশিরস্নাত ছায়া...

এসব নীরব রোদের গান-একবার যে হৃদয়ে পড়ে

আলোকবর্ষ দূরত্বে গেলেও সে তার হৃদয়ে উড়ে

হঠাৎ ঝিরঝির বাতাসে

হঠাৎ বৃষ্টির ফোঁটা... কিংবা অবারিত ঘাসে

হঠাৎ কিছু খেতে খেতে

মনের ভুলে, মনে পড়ে যায়- যাবে-দগ্ধ আঁতাতে

খনন-গভীর বুকের এসব জোছনা ফেলে-

মানুষ, দূরে যেতে পারে কেবল শরীরে, স্বার্থপরতা কিংবা আড়ালে

মনকে বাঁধা যায় না কখনো পৃথিবীর কোন শিকলে...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম