Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সজীব সরকারের

গণমাধ্যমের ভূত-ভবিষ্যৎ

Icon

কামরুল ইসলাম

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনলাইন সাংবাদিকতা বিশ্বজুড়েই পরিচিত ও সমাদৃত হতে শুরু করার পর গণমাধ্যম বিশেষজ্ঞরা পূর্বাভাস করেছেন, অনলাইন প্ল্যাটফর্মই হতে যাচ্ছে আগামী দিনের সাংবাদিকতার মূল ভিত্তি। অনেক গবেষক জোর মত দিয়েছেন-কাগজে ছাপা পত্রিকা আর বেশিদিন টিকবে না। সংবাদ প্রচার ও প্রকাশের নানা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক এখন অবিচ্ছেদ্য হয়ে গেছে। পাঠকরাও এখন সরাসরি পত্রিকা বা টিভির মতো মাধ্যম থেকে খবর খুঁজে পড়া ভুলে যাচ্ছে; পাঠকদের একটি বড় অংশই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া খবরের লিংকের ওপরই বেশি নির্ভরশীল। এ কারণে, অনেকের মতে, সোশ্যাল মিডিয়াই সংবাদের চূড়ান্ত ঠিকানা হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিশ্লেষণ নিয়ে বই ‘গণমাধ্যমের ভূত-ভবিষ্যৎ : সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। বইটির লেখক সজীব সরকার দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্রে। এ ছাড়া অনেক গণমাধ্যমের পরামর্শক হিসাবেও কাজ করেছেন। এক যুগের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন। সংবাদমাধ্যম, শিক্ষকতা ও গবেষণার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বইটিতে প্রাসঙ্গিক বিষয়গুলোর মৌলিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। বইটির বিভিন্ন প্রবন্ধে তিনি দেখিয়েছেন, অতীতে যখনই নতুন কোনো প্রযুক্তির গণমাধ্যমের আগমন ঘটে, তখনই এর প্রভাবে পুরোনো মাধ্যমটি আর টিকবে না বলে আশঙ্কা করা হয়েছে। নতুন প্রযুক্তির গণমাধ্যম পুরোনো গণমাধ্যমটিকে বাতিল বা অপ্রয়োজনীয় করে তোলার মতো ঝুঁকি শুরুর দিকে তৈরি করে ঠিকই, তবে এমন আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় না। বইটিতে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সাংবাদিকতার নানা দিক নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে। গণমাধ্যমের গতিপ্রকৃতি ও বিকাশধারা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এর আন্তঃসম্পর্ক, সাংবাদিকতার চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের যথার্থ ব্যবহার, সাংবাদিকতা ও সাংবাদিকতা শিক্ষার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ও সম্ভাব্য প্রভাব, গণমাধ্যম ও নৈতিকতা-ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে নতুন করে চিন্তার উদ্রেক করবে বইটি। সাংবাদিকতার শিক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষক, সাংবাদিক ও এসব বিষয়ে অনুসন্ধিৎসু পাঠকের জন্য বই ‘গণমাধ্যমের ভূত-ভবিষ্যৎ’। প্রকাশক : নবান্ন প্রকাশনী। মূল্য : ২৫০ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম