Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

অদৃশ্যে শূন্যতা

Icon

জেবুন্নেছা জোৎস্না

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমুদ্র সুনীল স্বচ্ছ জলে সফেন সাঁতারে

এক লীননদী সহজ স্রোতের দেখা পাই...

শুদ্ধ জলের বহতা নাই! ফেনিল তরঙ্গে

শূন্যতার নোনা স্বাদে ভাবালুতায় গলে যাই!

 

শূন্যতা, শূন্যতা চারিদিকে,

আদতে কোথাও শূন্য-স্থান নাই!

অস্তিত্বে বিলীন, তবু সম্পর্ক বন্ধনহীন;

যেমন সিমোন-সার্ত্রে, এক চাদরের নিচে

অন্য আকাশে উড়েও যুগলবন্দি চিরদিন!

 

সবুজ পাতায় সাপের সংসারে দোলে নির্মল হাওয়া ...

রাত কেদারার চোখে নিশিপাখি খেয়ে যায় নিদ...

শূন্যতা আমার একাকিত্বে পরম পাওয়া;

দূর হতে অনুভবে কারো কষ্ট ছোঁয়া

আনমনে অনর্গল তার সাথে কথা বলা

শরীরের দূরত্ব ঘুচিয়ে একাত্মা হরিহরে মেলা!

 

অভিশপ্ত কেতকীর রূপে, আমি ফিরি প্রথম উজানে

শূন্য কক্ষ পূরণে যেখানে নেই কোন বিনিময় প্রথা!

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম