|
ফলো করুন |
|
|---|---|
বিকেলে তেঁতুলিয়া নদীর কাছে যাই
আমার নদীটি শোকে ভেজানো বুকে
সেখানে শুধু ঢেউ আছে, জল নাই
কিছু পাখি ওড়ে, উড়ে চলে যায়
কিছু পাখি ফেরে স্মৃতি শুঁকে শুঁকে
আমার নদীর মাছগুলো মরা বুকে
বিকেলে নদীটি বয় জোয়ার ভাটায়
আমার নদীটি তোমার কথায় বয়ে যায়।
