|
ফলো করুন |
|
|---|---|
তোমার সঙ্গে দেখা হচ্ছে না যে আর,
বাক্য শেষে দাড়ি বা সন্মুখে পাহাড়।
কৃষ্ণচূড়া লাল হয়ে ভরেছে শহর
কথাকে পথের সঙ্গে গাঁথছে অধর।
অরণ্যের হাওয়া বা দূর থেকে আসা মেঘ
তা নিয়ে দু’জন বানাচ্ছে হৃদয়াবেগ।
কী ভয়ানক অস্ত্র; আবেগের সঙ্গে হৃদয়!
ঘর্ষণ হলেই স্ফুলিঙ্গ, থর থর ভয়।
হেঁটে হেঁটে দূর মাঠের ভেতর, অন্ধকারে
আমরা পৌঁছালে, পায় না আর সে, তারে।
অন্ধকারের-পাপড়ির ভেতর দু’জন
শব্দ নেই, স্পর্শ নেই, নেই আলোড়ন।
জেগে থাকে চিত্রকল্পের মতো এক চাহনি,
থাকে সোনালু, থাকে নেরুদার প্রেমের বাণী।
হৃদয় তো আসলে একটা মেঠোপথ,
স্পর্শের জ্যামিতি আর কোমল শরৎ।
দেখা হওয়ার সঙ্গে বিকালকে জড়িয়ে
একটা মফস্বলী প্রেমকাহিনি যাবে ছড়িয়ে;
এমন একটি ভয় এবং আনন্দ-যেন যুগল
যেন হাতের সঙ্গে হাত, যেন ছল ছল।
আসলে, তোমার সঙ্গে দেখা হচ্ছে না আর,
বাক্য শেষে দাড়ি বা সম্মুখে উঁচু পাহাড়।
