পথটাকে খুঁজছ নাকি?
সাদিয়া ইসলাম বৃষ্টি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছেড়ে যাওয়া-ছড়ে যাওয়া রাস্তার ধারে,
পথ খুঁজ না যেন।
যদিওবা দেখা পাও-
ওসব পথে দাগ অনেক,
ইট খসেছে, ঢালাই সরা,
আবরণের বালাই নেই;
এমন পথে চলবে নাকি? ভেবে এসো।
অযত্নে তার ভেতর কঠিন,
ঠোকর খেলে ঠোকর মারে,
হাড্ডি-মাংস এক হয়ে যায়,
মেজাজখানাও খুব জ্বলে; তাই
এমন পথে চলবে নাকি? ভেবেই এসো।
তবে ওসব পেরিয়ে এলে সত্যি জেন-
এ পথটারও বুকের ভেতর নরম মাটি,
গড়িয়ে যাবে, খুঁড়িয়ে যাবে, জানবে তবু
কোথায় তোমার ঠিকানাটি!
