Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ফররুখ আহমদ জন্মশতবর্ষ স্মারক

Icon

আযাদ আলাউদ্দীন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কবি ফররুখ আহমদকে নিয়ে যত কাজ ও গবেষণা হয়েছে তার মধ্যে অন্যতম সেরা কাজ ‘ফররুখ আহমদ জন্মশতবর্ষ স্মারক’। আমার দৃষ্টিতে এক হাজার পৃষ্ঠার দুর্লভ এ স্মারকটি কবি ফররুখ আহমদকে নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় কাজ।

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রকাশিত স্মারকটির প্রকাশক আ জ ম ওবায়েদুল্লাহ, সম্পাদক মুহম্মদ মতিউর রহমান। নির্বাহী সম্পাদক মোস্তফা মনোয়ার, সম্পাদনা পরিষদে অন্যদের মধ্যে ছিলেন কবিপুত্র আহমদ আখতার ছাড়াও মাহবুবুল হক, ড. ফজলুল হক তুহিন ও আহমদ বাসির। সহকারী সম্পাদক মনিরুল ইসলাম ও ইয়াসিন মাহমুদ।

ফররুখ জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক মুস্তাফা জামান আব্বাসীর ‘আহবায়কের কথা’ দিয়ে শুরু হওয়া স্মারকটির সূচিপত্র থেকেই অনুমান করা যায় এ স্মারকের সঙ্গে সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের কথা।

কবি ফররুখ আহমদের অগ্রজ যারা ছিলেন তারা কীভাবে মূল্যায়ন করেছেন তাকে? সেসব লেখা দিয়ে সাজানো হয়েছে-‘মূল্যায়ন : অগ্রজ’ এ পর্বে লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল, আবুল কালাম শামসুদ্দীন, আবদুল কাদির, মুজীবুর রহমান খাঁ এবং খন্দকার আবদুল হামিদ।

কবি ফরররুখ আহমদের সমসাময়িক কবি-লেখকদের ‘মূল্যায়ন : সমকালীন’ পর্বে লিখেছেন কবি তালিম হোসেন, আবদুল আহাদ, মনিরউদ্দীন ইউসুফ, সৈয়দ আলী আহসান, শাসুল হুদা চৌধুরী, আবদুল গনি হাজারী ও শেখ লুৎফর রহমান।

‘মূল্যায়ন : উত্তর প্রজন্ম’ পর্বে লিখেছেন ৬০ জন বিশিষ্ট লেখক। তাদের সবার নাম লিখে লেখার পরিধি বাড়াতে চাই না। তবে একবাক্যে এটুকু বলতে পারি-তারা সবাই প্রতিষ্ঠিত লেখক এবং কবি ও সাহিত্যিক।

কবি ফররুখ আহমদকে নিয়ে লেখা প্রবন্ধের পরে-স্মৃতিচারণ পর্বটিও অগ্রজ, সমকালীন ও উত্তর প্রজন্ম শিরোনামে আলাদা করা হয়েছে। এতে স্মৃতিচারণ করে লিখেছেন ফররুখ আহমদের অগ্রজ লেখক-মোহাম্মদ নাসির উদ্দিন, আবুল হাশিম, দেওয়ান মোহাম্মদ আজরফ ও আবু জাফর শামসুদ্দীন।

সমকালীনদের মধ্যে লিখেছেন-সরদার জয়েন উদ্দীন, আবদুল আহাদ, আবদুল হক, সুভাষ মুখোপাধ্যায়, আবু রুশদ, সৈয়দ আলী আহসান, কামরুল হাসান, মুফাখ্খারুল ইসলাম ও ফারুক মাহমুদ।

এতে বিশেষ আকর্ষণ হিসাবে আরও রয়েছে কবি পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, আহমদ ছফা ও ইবনে খালদুনের স্পষ্টবাদী লেখা এবং সাজ্জাদ হোসাইন খান ও নয়ন রহমানের বিশেষ গল্প।

ফররুখ আহমদকে নিয়ে অভিভাষণ পর্বে জিল্লুর রহমান সিদ্দিকী এবং ড. আনিসুজ্জামানের দুটি লেখার পাশাপাশি কবির সাক্ষাৎকার ও কবিকে নিয়ে সাক্ষাৎকার দুটিও ব্যতিক্রম।

স্মারকে উঠে এসেছে কবি ফররুখ আহমদের নির্বাচিত রচনাবলী, কবির অগ্রন্থিত লেখা ও অপ্রকাশিত পাণ্ডুলিপি, বিভিন্ন ভাষায় ফররুখ আহমদের অনূদিত কবিতা, কবিকে নিবেদিত কবিতা ও গান, বিদায় অভিবাদন, ইন্তেকালোত্তর প্রকাশিত গ্রন্থাবলির ভূমিকা, ভাষাসৈনিক হিসাবে ফররুখ আহমদের মূল্যায়ন। কবি ফররুখ আহমদের জীবনপঞ্জি ও ফটো অ্যালবাম স্মারকটির অন্যতম বিশেষ আকর্ষণ। এ ছাড়া ফররুখ আহমদের জন্মশতবর্ষ উদযাপন কমিটির নানা কার্যক্রম পাঠকদের সম্ভাবনাময় আগামীর হাতছানি দিয়ে ডাকবে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কারসহ অসংখ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি এবং ভাষাসৈনিক কবি ফররুখ আহমদকে নিয়ে এই পরিশ্রমী কাজটি করার জন্য দেশীয় সাংস্কৃতিক সংসদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম