Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘সংশপ্তক

Icon

উম্মে সায়েমা

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জিলা স্কুল উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে।

সম্প্রতি এ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘সংশপ্তক’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষ্যে ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী বর্তমানে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার শুভেচ্ছা বাণীতে আশা প্রকাশ করেন যে, এ বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জিলা স্কুল সাহিত্য সংসদ শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল প্রতিভার বিকাশ ঘটাবে। যেমনটা অতীতেও এ বিদ্যালয় থেকে গুণী সাহিত্যিকদের জন্ম হয়েছে। এবং সাহিত্য সংসদের কার্যক্রম এ ধারা অব্যাহত রাখতে সহায়তা করবে বলে তার আশা।

ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন খান তার পাঠানো শুভেচ্ছা বাণীতে আশা প্রকাশ করেন যে, ছাত্রদের মনের মুকুরে জমা থাকা ভাবনা-চিন্তাগুলো কেবল কল্পনার শতদলে পূঞ্জিভূত না থেকে দেশ, সমাজ, জাতির জন্য তাদের সেই সুন্দর পরিকল্পনাগুলো যেন আলোতে প্রস্ফুটিত হয়।

সম্পাদকীয়তে সম্পাদক সাগ্নিক সরকার জানিয়েছেন ময়মনসিংহ জিলা স্কুল সাহিত্য সংসদ গঠনের উদ্দেশ্য সম্পর্কে-‘এই স্কুলের ইতিহাসে বিভিন্ন ক্লাব বা সংগঠন তৈরি করা হয়েছে যা বিতর্ক, ক্রীড়া, আবৃত্তি ইত্যাদি বিষয়গুলোর ওপর বিশেষ জোর আরোপ করেছে। কিন্তু একটি বিষয় নিয়ে বিশেষ কোনো সাংগঠনিক নিবেদন দেখা যায়নি। তা হলো-সাহিত্য। যে সাহিত্য একজন মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও জীবনাদর্শ গঠনের প্রধান হাতিয়ার হিসাবে কাজ করে, সেই সাহিত্যই যখন সাংগঠনিকভাবে উপেক্ষিত হয়, তখন সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই আমরা এ সাহিত্য সংসদের উদ্যোগ নিয়েছি।’

‘সংশপ্তক’-এর সম্পাদনা পরিষদে সম্পাদক হিসাবে আছেন সাগ্নিক সরকার, সম্পাদনা সহযোগী ঋত্বিক সরকার, প্রচ্ছদে তৌফিক সাদাত নিঝু।

শিক্ষক-শিক্ষার্থীদের এ সুন্দর উদ্যোগে স্থান পেয়েছে তিনটি কবিতা, পাঁচটি গল্প এবং একাধিক প্রবন্ধ। যার প্রতিটিতেই কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মুক্ত চিন্তার ছাপ রাখার চেষ্টা করেছেন।

ময়মনসিংহ জিলা স্কুল সাহিত্য সংসদ প্রকাশিত ‘সংশপ্তক’ সাহিত্য পত্রিকা ছাত্রদের যেমন লেখালেখিতে মনোযোগী করবে, তেমনি এর মধ্য দিয়ে চিন্তাশীল প্রজন্ম গড়ে উঠবে। যেটা বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর জন্য একান্ত প্রয়োজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম