রঙের মধ্যে নিজেকে খুঁজি
মো. মেজবাউল হক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মেপেলিপের পাতারা যতই ঝরে পড়ুক রঙিন আকাশে,
তাদের সৌন্দর্য আমাকে থামিয়ে দেয় না-
কারণ আমি জানি,
আমার হৃদয়ের ভেতর দাউ দাউ করে জ্বলছে
কৃষ্ণচূড়ার লাল রঙ-যা কেবল বসন্ত নয়,
স্মৃতি, প্রতিবাদ, ভালোবাসা আর না পাওয়ার অগ্নিকুণ্ড।
তারা বলে-
ওদের রং নাকি শিল্পের মতো নিখুঁত,
শীতল, ব্যালেন্সড, প্রশান্ত
আর আমি বলি-
আমার কৃষ্ণচূড়া কোনোদিনও নিখুঁত ছিল না,
তবু সে বাঁচিয়ে রেখেছে প্রেম আর প্রতীক্ষার আগুন।
ওরা সাজায় দেয়াল,
আর আমার কৃষ্ণচূড়া রাঙায় হৃদয়-
ওদের রং চোখ জুড়ায়,
আমার রং বুক কাঁপায়।
আমি গর্বিত,
আমি সেই লালের মানুষ-
যে লাল শুধু ফুল নয়
একটা দেশের ভাষা,
একটা মাতৃভূমির ছোঁয়া
একটা ছেলেবেলার উঠোন।
তাই যতই মেপেলিপে নেমে আসুক পৃথিবীর প্রশংসা,
আমার চোখে থাকবে শুধু কৃষ্ণচূড়া-
যার পাপড়িতে আমি নিজেকে দেখি- অপূর্ণ, তবু জ্বলন্ত।
