Logo
Logo
×

অল্পকথা

নতুন প্রাণের কলরব

Icon

প্রদীপ সাহা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলা পঞ্জিকাবর্ষ অনুযায়ী বসন্ত হচ্ছে ষড়ঋতুর শেষ ঋতু। এর আগমন ঘটে শীত চলে যাওয়ার পর এবং গ্রীষ্ম আসার আগে। বসন্ত ঋতুতে শীতের শুষ্কতায় বিবর্ণ প্রকৃতি ফিরে পায় প্রাণ। নতুন রূপে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে ওঠে গাছ। এসব কারণে বসন্ত ‘ঋতুরাজ’ নামে পরিচিত। বসন্ত আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি খুলে দেয় দক্ষিণ দুয়ার। সে দুয়ারে বয়ে যায় ফাগুনের হাওয়া। বসন্তের এই দক্ষিণা হাওয়ায় মেতে ওঠে চারদিক। গাঁদা, মালতী, চন্দ্রমল্লিকা, মাধবী, বকুল, শিমুল, পলাশ, রক্তকাঞ্চন, ক্যামেলিয়া ইত্যাদি ফুল ফোটে এ সময়। আমের মুকুলের সৌরভে ম-ম করে আকাশ-বাতাস। আর গাছে গাছে পাতার আড়ালে লুকিয়ে মিষ্টি কণ্ঠে ডেকে আকুল হয় বসন্তের দূত কোকিল।

গাছে গাছে কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনে বসন্তের দোলা লাগে, হৃদয় হয় উচাটন। সব কুসংস্কার পেছনে ফেলে, সব বিভেদ ভুলে এবং নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বসন্ত। আগুন রাঙা এ বসন্ত প্রকৃতিতেই শুধু উচ্ছ্বাসের রঙ ছড়ায় না, রঙ ছড়ায় প্রত্যেক তরুণ প্রাণে। প্রাণের টানে আর প্রকৃতির স্বাভাবিক নিয়মে মন হয়ে ওঠে উত্তাল, বাঁধনহারা। বসন্ত নিয়ে তরুণদের উচ্ছ্বাসই সবচেয়ে বেশি চোখে পড়ে। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তের প্রথম দিনটিকে আমরা নানাভাবে বরণ করে নিয়েছি এর প্রধান অনুষঙ্গ ফুল দিয়ে। তরুণীরা চুলে খোপা বেঁধে ফুল জড়িয়ে, কেউবা ফুলের মালা দিয়ে বেণী করে ফুলের বিভিন্ন অলংকারে সেজে ঘুরতে বের হয়েছিল এদিন। হলুদ-লালচে শাড়ির সংমিশ্রণে কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর দিয়ে নিজেদের প্রকৃতির সঙ্গে সাজিয়ে তুলেছিল তারা। ছেলেরা সাদা পাঞ্জাবি, ফতুয়া আর শিশুরা রং-বেরঙের পোশাকে নিজেদের সাজিয়েছিল।

বসন্তকাল কবি ও সাহিত্যিকদের প্রেরণার উৎস হয়ে আছে যুগ যুগ ধরে। বিভিন্ন কবিতা ও গানে বসন্ত ঋতুকে কতভাবেই না তুলে ধরা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/ তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে।’ কাজী নজরুল ইসলাম লিখেছেন-‘বসন্ত মুখর আজি/ দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে/ বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি।’ জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশী বাজে, এত পাখি গায়’ সহজেই মনে দাগ কেটে যায়। তাই তো সহজেই বলা যায়-বসন্ত মানে পূর্ণতা, নতুন প্রাণের কলরব। বসন্ত এলে বিপুল তরঙ্গে আন্দোলিত হয়ে ওঠে বাঙালি মন। সবচেয়ে বড় কথা, বসন্ত এখন হয়ে উঠেছে অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। বসন্তের আগমনে সংস্কৃতি অঙ্গনও এখন মুখরিত হয়ে ওঠে। সব কুসংস্কার পেছনে ফেলে, বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বসন্ত।

প্রদীপ সাহা : প্রাবন্ধিক

pradipsaha509@gmail.com

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম