Logo
Logo
×

অল্পকথা

বাবা মানে নির্ভরতা

Icon

জেসমিন আক্তার

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সন্তানকে ভালো রাখার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে যিনি প্রস্তুত থাকেন, তিনি বাবা। বাবার ঋণ পরিমাপ করার ক্ষমতা প্রকৃতি হয়তো আমাদের দেয়নি। যতদিন বাবা আছেন, ততদিন মাথার উপর আকাশ আছে। সন্তানের শারীরিক, মানসিক বেড়ে ওঠার জন্য বাবা তার সবকিছু উজাড় করে দেন। বাবার আদর্শ, মূল্যবোধ, চিন্তাচেতনা সন্তানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এজন্য বলা হয়ে থাকে, বাবার হাত ধরেই সন্তানের চলতে শেখা। এ চলতে শেখার পাঠ সন্তানকে শিশুকাল থেকেই দিতে শুরু করেন বাবা। সন্তানের মঙ্গলের উদ্দেশ্যেই বাবা সারাজীবন ব্যয় করেন।

বাবা শব্দটি প্রত্যেক সন্তানের জীবনে অতি আপন। এ শব্দের মাঝে আকাশ সমান ভালোবাসা, আদর-যত্ন ও সোহাগ লুকিয়ে থাকে। পৃথিবীতে বাবা প্রত্যেক সন্তানের জন্য মাথার উপর ছায়া প্রদানের একজন ব্যক্তি। বাবা এমন একজন ব্যক্তি, যিনি জীবন সংগ্রামের শ্রেষ্ঠ সৈনিক ও আদর্শ যোদ্ধা। একজন মানুষের জীবনে বাবার যে অবদান, তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। যে কোনো বিপদে-আপদে সবার আগে যে মানুষটি পাশে থাকে, তিনি হলেন বাবা। বাবা নীরবেই সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করেন, যা অনেক সন্তান বুঝতেই পারে না। বাবা শাসন করেন সন্তানদের মঙ্গলের জন্যই। তাই বাবার শাসনকে কখনোই অভিমানের চোখে দেখা উচিত নয়। তাদের সম্মান করা দরকার। তাদের কষ্ট, পরিশ্রম, ত্যাগকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। একজন বাবার দায়িত্ব যেমন সন্তানকে বড় করা, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দেওয়া, তেমনি সন্তানেরও কর্তব্য বাবার কথামতো চলা, বাবার সেবা করা। তাহলে পৃথিবীর সব বাবাই ভালো থাকবেন। আর প্রত্যেক সন্তানই সুখী হবে। বাবা থাকলে সন্তানের হাতের মুঠোয় থাকে দুনিয়ার সব সুখ। আর যার বাবা নেই, তার কাছে গোটা দুনিয়া অন্ধকার।

বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বছরের একটি দিন বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে। আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তারপরও পৃথিবীর মানুষ বছরের একটি দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যদিও বাবাকে ভালোবাসতে ও শ্রদ্ধা জানাতে কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়ে না, তবুও বছরের অন্তত এই একটি দিনে সন্তানরা তাদের বাবাকে মন খুলে ভালোবাসার কথা জানাতে চায়। বাবা দিবসে বিশ্বের সব বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন বাবারা।

জেসমিন আক্তার : শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম