লেজবিহীন বানর
প্রকৃতি ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের একমাত্র লেজহীন বানরের নাম উল্লুক। এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের চিরসবুজ বনে খুবই অল্প সংখ্যায় বসবাস করে।
উল্লুককে ছোট আকারের নরবানর বলা হয়। এরা দৈর্ঘ্যে ৬০ থেকে প্রায় ৯০ সেন্টিমিটার এবং ওজনে ৬ থেকে ৯ কেজি হয়ে থাকে।
এদের দেহের গড়ন মানুষের কাছে বিস্ময়কর। হাত-পায়ের তুলনায় অনেক বড়। আঙুলগুলোও বেশ লম্বা।
ফলে সহজেই এরা গাছে ঝুলে থাকতে পারে এবং ডালে ডালে বিচরণ করতে পারে। এরা খুব দ্রুত দৌড়াতে পারে। ঘণ্টায় এদের গতিবেগ প্রায় ৫৬ কিলোমিটার।
এক লাফে প্রায় ২৫ ফুট দূরত্ব অতিক্রম করতে পারে। উল্লুক পরিবারভুক্ত প্রাণী।
পুরুষ, স্ত্রী ও বাচ্চা নিয়ে এদের একেকটি পরিবার বা দল গড়ে ওঠে। সাধারণত ঘন বনের উঁচু গাছে বিচরণ করে। ভোরে ডাকাডাকির মধ্য দিয়ে উল্লুকের দিন শুরু হয়।
সারা দিন গাছে গাছে সময় পার করে। উচ্চস্বরে শব্দ করে এরা নিজেদের এলাকা থেকে অন্য উল্লুকদের সরে যেতে বলে এবং পরিবারের সদস্যদের অবস্থান নির্ধারণ করে।
উল্লুক পরিবারগুলো এদের সীমানা রক্ষা করে চলে এবং প্রায়ই সীমানা ও খাদ্যের উৎসের অধিকার নিয়ে বিরোধ ও ঝগড়া হয়।
উল্লুক সাধারণত গাছের শাখাতেই জীবনকাল পার করে দেয়। তবে বনভূমি কমে যাওয়ায় উল্লুক বর্তমানে হারিয়ে যেতে বসেছে।
