Logo
Logo
×

খবর

সুস্থ থাকুন

কোল্ড অ্যালার্জি

Icon

অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কোল্ড অ্যালার্জি

শীতের ঠাণ্ডা বাতাস অ্যালার্জির অন্যতম কারণ, এর ফলে নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, কাশি ও শ্বাসকষ্ট হয়, বুকে ও গলায় বাঁশির মতো আওয়াজ হয়। সাধারণত কম ও বেশি বয়সীদের এ সমস্যা বেশি হয়।

কী দিয়ে হয়- ঠাণ্ডা বাতাস, সিগারেটের ধোঁয়া, সুগন্ধির তীব্র গন্ধ, পত্রিকা বা বইখাতার ধুলা, ফুলের রেণু, মোল্ড, ঘরের চুনকাম ইত্যাদি থেকে এ ধরনের সমস্যা হয়। এ উপাদানকে অ্যালারজেন বলে।

করণীয়- ঠাণ্ডা বাতাস থেকে পরিত্রাণ পেতে মুখে ফিল্টার মাস্ক ব্যবহার করতে হবে। ফলে ব্যবহারকারীরা উত্তপ্ত নিঃশ্বাস গ্রহণ করতে পারেন। বুকে চাপ, শ্বাসকষ্ট হলে সালবিউটামল ইনহেলার নেয়া যেতে পারে, দীর্ঘমেয়াদে ভালো থাকতে হলে স্টেরয়েড ইনহেলার ব্যবহার করা ভালো।

সবচেয়ে ভালো হয় রক্তের অ্যালার্জি টেস্ট করে তা পরিহার করে চলা। আধুনিক বিশ্বে এ রোগীদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এর ফলে কটিকোস্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্ত থাকা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।

অনেকের ধারণা অ্যালার্জি একবার হলে আর সারে না। প্রথম দিকে এ সমস্যা ধরা পড়লে রোগ সারিয়ে তোলা সম্ভব। তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক রোগকে জটিল করে তোলে, পিক ফ্লোমিটারের সাহায্যে ফুসফুসের কার্যক্ষমতা নির্ণয় করা যায়।

অ্যালার্জি ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ

দি অ্যালার্জি ও অ্যাজমা সেন্টার

পান্থপথ, ঢাকা।

মোবাইল ফোন : ০১৭৮৮৬৯৯৮০৮

কোল্ড অ্যালার্জি ঠাণ্ডা রোগী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম