Logo
Logo
×

খবর

বগুড়ায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার

সাত পুলিশ প্রত্যাহার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীদ ওরফে মিরপুর (১৯) অবশেষে ধরা পড়েছেন। ডিবি পুলিশের একটি দল প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে সদরের সাবগ্রাম থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে কোর্ট সাব ইন্সপেক্টর নুরুজ্জামান তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান ও কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন-বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দায়িত্বে থাকা এসআই ইব্রাহিম হোসেন, সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল আব্দুল জলিল, শাহীন মিয়া ও গোলাম মোস্তফা।

পুলিশ ও মামলা সূত্র জানায়, শাহীদ ওরফে মিরপুর বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁনপুর গ্রামের নূর আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, পকেটমারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বুধবার রাত ৮টার দিকে শহরের সদর থানার কাছে পকেট মারার সময় জনগণ শাহীদকে আটক করে মারপিট করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। কেউ থানায় মামলা না করায় বৃহস্পতিবার দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৬টার দিকে শাহীদকে আদালতের হাজতখানা থেকে জেলে নিতে প্রিজন ভ্যানে ওঠানোর চেষ্টা করা হয়। এ সময় শাহীদ কৌশলে হাতকড়া খুলে পুলিশের সামনে থেকে দৌড় দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম