Logo
Logo
×

খবর

বিশ্বরোড-মাধবপুরে অচলাবস্থা

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিমি. যানজট যাত্রীদের দুর্ভোগ

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ভয়াবহ রূপ নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ২৫ কিমি. এলাকা শুক্রবার ভোর থেকে একদম অচল হয়ে পড়ে।

রাত ২টা থেকে শুরু হওয়া এই যানজট সকাল ১০টা পর্যন্ত ছিল। ভোরের ঠান্ডা ও কুয়াশার মধ্যে হাজারো যাত্রীর দুর্ভোগ চরমে পৌঁছায়।

ভোরে আটকেপড়া যাত্রী আসিফ ইসলাম বলেন, গাড়িতে শিশু ও বৃদ্ধ বাবা-সবাই অসুস্থ অবস্থায়। পানি নেই, খাবার নেই। ভোর ৪টা থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এমন ভোগান্তি আগে দেখিনি।

স্থানীয়রা জানান, ৫-৬ মাস ধরে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিতভাবে যানজট হচ্ছে। রাতের বেলায় কয়েক কিলোমিটার এলাকা প্রায়ই যানজটে পড়ে। আড়াই মাস আগে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেও এখনো পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রাতেই যানজটের খবর পাই। অনেক চালকের ওভারটেকিং পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে, ফলে দুই লেনই বন্ধ হয়ে যায়।

বিশ্বরোড-শিমরাইলকান্দি-মাধবপুর অংশে চলমান রাস্তা সংস্কার কাজের কারণে লেন সংকীর্ণ হয়ে পড়েছে। সঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ির চাপ মাত্রাতিরিক্ত হলে দ্রুত যানজট সৃষ্টি হয়।

মাধবপুর থানার ওসি মাহবুব মুর্শেদ খান বলেন, দুপুরের পর গাড়ির চাপ কিছুটা কমেছে। শুক্রবারে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকায় যানজট লেগেছে। মহাসড়ক স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম