চট্টগ্রামের ১৬ আসনে রিটার্নিং কর্মকর্তা
৫টিতে বিভাগীয় কমিশনার ১০টিতে ডিসি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে আসনভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অপর একটি আসনে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) সংসদীয় আসন ও চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী আসন।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম-১ মীরসরাই আসন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন, চট্টগ্রাম-৬ রাউজান, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম-১২ পটিয়া, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক, চট্টগ্রাম ১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসন। এছাড়া সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের।
