Logo
Logo
×

খবর

ডিএসসিসির গাড়ি-বাইক সংঘর্ষে দুই ছাত্র নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মেয়ের হাসপাতালে মা * চার স্থানে শ্রমিকসহ ঝরল আরও ৫ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) এ দুর্ঘটনা ঘটে। বগুড়ায় সড়ক পারের সময় বাসের ধাক্কায় কন্যাশিশু নুশরাত নিহত ও আহত হয়েছেন মা রোকসানা খাতুন। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে নাটোর ও চাঁদপুরে দুই যুবক, সাতক্ষীরায় সুপারভাইজার এবং বাগেরহাটে শ্রমিকসহ দুজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ডেমরা : নিহতরা হলেন-আইইউবির শিক্ষার্থী তাহসিন তপু ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয়। তারা তাদের এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে ও ইরাম হৃদয়ের বাসা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায়। ডেমরা থানার এসআই রুবেল হাওলাদার জানান, ডিএসসিসির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর গুরুতর আহত দুই শিক্ষার্থীকে তাদের বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাহসিনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ইরাম হৃদয়ের মৃত্যু হয়। তাদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক। বন্ধু তাওসিফ জানান, সিয়াম নামের তাদের এলাকার এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনিসহ কয়েক বন্ধু। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ধার্মিকপাড়ায় বন্ধুরা মিলে চা খাচ্ছিলেন। হঠাৎ তাহসিন ও ইরাম বাইকে কিছুদূর যেতেই বিকট শব্দ শুনতে পান। বন্ধুরা এগিয়ে গিয়ে দেখেন ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেলসহ তাহসিন ও ইরাম পড়ে আছেন।

বগুড়া : শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ছোট বেলাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নুশরাত বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল গ্রামের নয়ন মিয়ার মেয়ে। শুক্রবার মা ও মেয়ে বাড়ির কাছে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত মা রোকসানা খাতুন ও মেয়ে নুশরাতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক শিশু নুশরাতকে মৃত ঘোষণা করেন। আহত মা রোকসানাকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : কার্ভাড ভ্যানচাপায় যুবক মোহাম্মদ রোমানের মৃত্যু হয়েছে। রোমান পৌর এলাকার চরকুমিরা গ্রামের জসিম জমাদারের ছেলে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় এলাকায় শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা : নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের ওপর বাস উলটে যাওয়ায় সুপারভাইজার শাওন ইসলাম নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭ জন। শুক্রবার বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শাওন খুলনা সদরের সোনাডাঙা এলাকার বাবুল হোসেনের ছেলে। খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি ইজিবাইকের ওপর উলটে গেলে ইজিবাইকটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

বাগেরহাট : বাগেরহাটের মোংলা ও মোল্লাহাট মহাসড়কে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অজ্ঞাতনামা পথচারী রয়েছেন। অপরজন হলেন-ইটভাটা শ্রমিক ঠাকুর। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় বাসের ধাক্কায় পথচারী ও মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ঠাকুর নিহত হয়েছেন।

লালপুর (নাটোর) : লালপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম