হাইকমিশন অফিসে হামলার জের
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ও বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর জেরে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়েছে।
সকালে ষোলশহর দুই নম্বর গেটে অবস্থিত আইভ্যাক সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন ভিসাপ্রার্থী চিকিৎসা ভিসার কাগজপত্র জমা দিতে এসেছিলেন। কিন্তু সেন্টার বন্ধ থাকায় তারা ফিরে যান। ওয়েবসাইটে যে ভিসা সেন্টার বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে সেটা তারা জানতেন না বলে জানান। ভিসা সেন্টারের সামনে পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে ভিসা সেন্টার বন্ধ হওয়ায় চট্টগ্রামের রোগীরা বিপাকে পড়েছেন। তবে খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস খোলা রয়েছে। সেখানে সহকারী হাইকমিশনার ড. রাজিব রঞ্জন চক্রবর্ত্তী রোববারও অফিস করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সহকারী হাইকমিশনার অফিস ও বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ও আইভ্যাক সেন্টারের নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আমরা বিশেষভাবে সতর্ক আছি। বৃহস্পতিবার হামলা চেষ্টার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
