Logo
Logo
×

খবর

বাড়ছে শীতের তীব্রতা

রাজধানীতেও মিলছে কুয়াশার দেখা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের দাপট শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। পৌষের প্রথম সপ্তাহে এসে রাজধানীতেও কমছে তাপমাত্রার পারদ। তীব্র হচ্ছে শীতের অনুভূতি। রোববার ঢাকায় দেখা মিলেছে কুয়াশারও। এ কুয়াশা ও হিমেল বাতাস আরও বাড়িয়ে দিয়েছে শীতল অনুভূতি। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বিভিন্ন স্থানে এলাকাভেদে কমবেশি ছিল কুয়াশার উপস্থিতিও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে তাদের পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কুয়াশা আগামী কয়েক দিন আরও বাড়তে পারে। মূলত উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ কুয়াশাচ্ছন্ন থাকবে। ফলে এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হবে। কুয়াশার কারণে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে। ফলে এসব অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

এদিকে রাজধানীতে শীত বাড়ায় ফুটপাত থেকে শুরু করে শপিংমলে গরম কাপড় কিনতে ক্রেতারা ভিড় করেছেন। তারা পছন্দ করে কিনছেন পোশাক। মা-বাবার সঙ্গে গুটি পায়ে এসেছে ছোট শিশুও। পাশাপাশি শীতের আমেজে ঢাকার বিভিন্ন স্থানের পিঠার দোকানগুলোতেও ভিড় বেড়েছে। সব শ্রেণির ক্রেতারা বিভিন্ন ধরনের পিঠার স্বাদে শীত উপভোগ করতে শুরু করেছেন। তবে কষ্টে আছেন গরিব মানুষ।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বুধবারও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম