Logo
Logo
×

খবর

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আট জেলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই শ্রমিক, চট্টগ্রামের মীরসরাইয়ে দুইজন, ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্য, বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্র, কক্সবাজারের চকরিয়ায় যুবক, পটুয়াখালীর বাউফলে শিশু, শেরপুরের ঝিনাইগাতীতে বৃদ্ধ ও টাঙ্গাইলের মধুপুরে পথচারী রয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

পাবনা : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহতরা হলেন-ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন ও মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি। শনিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মীরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় আফিয়া নামে এক বৃদ্ধা নিহত হন। রোববার উপজেলার সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সকাল ৭টার দিকে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কামাল উদ্দিন নামে একজন নিহত হন।

রাজাপুর (ঝালকাঠি) : ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মেহেদী হাসান সবুর ফকির উপজেলা পশ্চিম বাদুরতলা এলাকার দেনছের আলী ফকিরের ছেলে ও মঠবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। রোববার উপজেলা সদরের বড়কৈবর্তখালী আবাসন এলাকায় ভান্ডারিয়া-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া : ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক কলেজছাত্র রোহান মিয়া শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের আশু মিয়ার ছেলে। রোববার উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় মহাসড়কের উড়াল সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।

চকরিয়া (কক্সবাজার) : যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার পুরাতন বাসস্টেশন পাড়ার সেলিম উদ্দিনের ছেলে। রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালার ছগিরশাহকাটা নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বাউফল (পটুয়াখালী) : ট্রলির চাকায় পৃষ্ট হাফসা বাউফলের ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খানের মেয়ে। রোববার হাফসা বাসার সামনে রাস্তায় বের হলে ইটবাহী ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নালিতাবাড়ী (শেরপুর) : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত আবু বকর সিদ্দিক ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। রোববার ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) : অজ্ঞাত পরিবহণের ধাক্কায় নিহত আবু হানিফ আলী বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার মৃত ইয়াছিনের ছেলে। রোববার ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রোববার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম