Logo
Logo
×

খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

রাজধানীসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বুধবার আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বিভিন্ন শহরে আয়োজন করা হয় শোভাযাত্রা।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকায় বুধবার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ঐক্য সপ্তাহ উপলক্ষে ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) : রহমত, শান্তি ও বন্ধুত্বের নবী’ শীর্ষক আলোচনা সভা এবং মিলাদ মাহফিল হয়। ধানমণ্ডির ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ।

এতে ইরান দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাসে মাহদী তোরাবী মেহরাবানী, ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ মাহদী হোসেইনী, ড. এএনএম মেশকাত উদ্দিন, শেখ মুখতার রেযা মাসুমী প্রমুখ উপস্থিত ছিলেন। আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে জশনে জুলুশের আয়োজন করে। মতিঝিলে বাবে রহমত দেওয়ানবাগ শরিফে আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম