সুস্থ থাকুন
হাঁচি ও নাকে অ্যালার্জি
অধ্যাপক ড. জাহীর আল আমিন
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যাদের হাঁচি অনেকবার ও ঘনঘন হয়, নাক দিয়ে প্রচুর পানি পরে, নাক বন্ধ ও চুলকানি ভাব থাকে তারা নাকের অ্যালার্জিতে ভুগছেন। একে অ্যালার্জিক রাইনাইটিস বলে। যাদের নাকে অ্যালার্জি আছে তাদের মধ্যে শতকরা ১৭-১৯ জনের হাঁপানি থাকে।
যাদের হাঁপানি থাকে তাদের মধ্যে শতকরা ৫৬-৭৪ জনের নাকে অ্যালার্জি থাকে। নাকে অ্যালার্জি, গলাব্যথা বা ফ্যারেনজাইটিস ও অ্যাজমা এ তিনের মধ্যে একটা সম্পর্ক আছে।
এ তিন সমস্যাই অ্যালার্জি ঘটিত। বাতাসে যদি কোনো অ্যালার্জেন বা অ্যালার্জির উদ্রেক হয় তবে নাক, গলা ও ফুসফুস এ তিন জায়গাতেই সমস্যা তৈরি হয়।
নাকে অ্যালার্জি ছাড়াও আরেকটি ঘটনা ঘটে। এটি হল নাকে ইরিটেশন। বায়ুমণ্ডলের দূষণ, ধুলা-বালি, সিগারেটের ধোঁয়া বা অন্য কোনো জিনিসের ধোঁয়া থেকে নাকে এ ইরিটেশন হয়।
যারা জন্মগতভাবে অ্যালার্জির প্রতি সংবেদনশীল তাদের ইরিটেশনও বেশি হয়। এ রোগীদের এটপি বলে। তাদের নাকে অ্যালার্জি সারা বছরই থাকে তাদের বাড়িতে ডাস্টমাইট থাকে। আরেক ধরনের অ্যালার্জি সিজনাল।
করণীয়-
-ঠাণ্ডা, ধোঁয়া, ধুলা-বালি পরিহার করে চলতে হবে।
-যে খাবার খেলে নাকে-গলায় হাঁচি, কাশি বা চুলকানির উদ্রেক হয় সেসব জিনিস সারা জীবনের জন্য পরিহার করুন।
-বাড়িতে কার্পেট, পরোন বই, কাপড় বা ফোমের সোফা রাখা উচিত নয়। পোষা প্রাণীও ঘরে রাখবেন না।
- ফুলের রেণুতে অ্যালার্জি থাকলে সে জায়গা এড়িয়ে চলবেন।
-এন্টিহিস্টামিন ওষুধ ও নাকে স্টেরয়েড স্প্রে ব্যবহার করা যেতে পারে।
অধ্যাপক ড. জাহীর আল আমিন
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপালস হাসপাতাল, ঢাকা
মোবাইল : ০১৭১৫০১৬৭২৭
