Logo
Logo
×

খবর

পুলিশের কেনা কোরাল মাছ কেড়ে নিলেন মেয়র

Icon

কলাপাড়া, কুয়াকাটা ও পটুয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুলিশের কেনা কোরাল মাছ কেড়ে নিলেন মেয়র

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই শাহ আলমের কিনে রাখা কোরাল মাছ জোর করে নিয়ে গেছেন কুয়াকাটার পৌর মেয়র আবদুল বারেক মোল্লা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়ার কথা বলে তার মাছ কেড়ে নেয়া হয়েছে- এমন অভিযোগ ওই পুলিশ কর্মকর্তার।

বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক পটুয়াখালী, পুলিশ সুপার পটুয়াখালী, ট্যুরিস্ট পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজিকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে কোনো পুলিশ অফিসারের মাছ কেড়া নেয়া হয়নি এমন দাবি কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লার। ঘটনাটি কুয়াকাটা ছাড়িয়ে গোটা জেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন মেয়রের লোকজন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের এসআই শাহ আলম সাংবাদিকদের জানান, ১ ফেব্রুয়ারি তার ভাইয়ের মেয়ের বিয়ের জন্য ১৫-২০ দিন ধরে বড় সাইজের দুটি কোরাল মাছ খুঁজছিলেন। ৩-৪ দিন আগে সোয়া ১০ কেজি ও ৬ কেজি ওজনের দুটি কোরাল মাছ ২২ হাজার টাকায় কিনে কুয়াকাটা মাছ বাজারে বশিরের আড়তের ফ্রিজে রাখেন। শুক্রবার বিকালে সেই মাছ বাড়িতে পাঠানোর কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা বলে শুক্রবার দুপুরে বশিরের আড়তে গিয়ে জোর করে এ মাছ নিয়ে যান কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা।

এসআই শাহ আলম আরও জানান, মেয়রকে সব কিছু খুলে বলে জোর অনুরোধ করার পরও এ মাছ নিয়ে নেন। তাৎক্ষণিক বিষয়টি মহিপুর থানার ওসি সাইদুর রহমান, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

মহিপুর থানার ওসি সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। সামান্য মাছ, পুলিশের কেনা সেই মাছও যদি রক্ষা না পায়!

এ বিষয়ে জানতে চাইলে আড়তদার বশির বলেন, শাহ আলম স্যারের দুটি কোরাল মাছ আমি ম্যানেজ করে দিচ্ছি। তার মাছ পাইলেই তো হয়। শুক্রবার পৌর মেয়র তার দোকান থেকে কোরাল মাছ নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেয়র সাহেবতো প্রায়ই মাছ নেন।

শুক্রবারও কোরাল মাছ নিছেন। সেই মাছ এসআই শাহ আলমের কেনা কিনা জানতে চাইলে তিনি বলেন, ভাই এসব বাদ দেন এখন। শাহ আলম স্যারকে মাছের ব্যবস্থা করে দিচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটার পৌর মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, নগদ টাকায় মাছ কেনা হয়েছে। কারও মাছ কেড়ে নেয়া হয়নি। এটি আমার বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র।

কোরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম