ইনার হুইল জেলা ৩২৮
সভাপতি নাঈমা সেক্রেটারি শামসুন্নাহার
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘ইনার হুইল জেলা ৩২৮’-এর নির্বাচনে সভাপতি নাঈমা সাখাওয়াত ও শামসুন্নাহার হক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান-১ মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান-২ মনোয়ারা রহমান, জেলা এক্সটেনশন অর্গানাইজার ইয়াসমিন আলম, জেলা ট্রেজারার শামসুন্নাহার রফিক, আইএসও সাহানা আলম নির্ঝর, জেলা এডিটর বেবী জহির এবং ওয়েব মাস্টার জেসমিন আরা হক। সংবাদ বিজ্ঞপ্তি।
