Logo
Logo
×

খবর

নবীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণীর বেশ কয়েক শিক্ষার্থী। অভিযুক্ত হলেন- সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস। শনিবার দশম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক শিক্ষক প্রদীপ কুমারসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলা এবং ছাত্রীদের বক্তব্যের সূত্রে জানা যায়, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস দীর্ঘদিন ধরে তার কাছে প্রাইভেট পড়তে আসা মেয়েদের নানা কৌশলে যৌন নিপীড়ন করে আসছেন। তার এই অপকর্ম যাতে বাইরে প্রকাশ না পায় সেজন্য ছাত্রীদের পরীক্ষায় ফেল করানোসহ নানা সামাজিক লজ্জার ভয়ভীতি দেখাতেন তিনি। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার বিচার চাইলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্টো তিনি ছাত্রীদের অসৎ চরিত্রের বলে তাড়িয়ে দেন। এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক প্রদীপ ও প্রধান শিক্ষক আজাহারুল ইসলামকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমান সোহেল বলেন, বিষয়টি শুনেছি। একটি মামলা হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে এটি নিন্দনীয় কাজ। আমার উদ্যোগে স্থানীয় এমপি মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে। ম্যানেজিং কমিটির বৈঠক হয়েছে। আমরা শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন, বিষয়টি আমি অবগত হয়ে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছি। অন্যায়কারী যেই হোক রেহাই নেই।

প্রধান শিক্ষক তার ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাই তারও শাস্তি হওয়া উচিত।

নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়াও চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম